ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারুক রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মো. পারভেজ আহম্মেদ (১৭) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ দুর্ঘটনার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন ডেইলি স্টারকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল । ট্রেনের ছাদে আরও যাত্রীদের সঙ্গে পারভেজও ছিল।

ট্রেনটি ওয়ারুক রেলস্টেশনের কাছাকাছি এলে ছাদ থেকে নিচে পড়ে যায় পারভেজ।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে খণ্ড-বিখণ্ড মরদেহটি উদ্ধার করে।

রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার ডেইলি স্টারকে বলেন, 'উদ্ধার কার্যক্রম শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

লিফটের ফাঁকায় কিশোরের লাশ

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মাস্টারপাড়া এলাকার প্রবাসী আজিজুর রহমানের ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল্লাহ আল কাউছারের (১৭) বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায়।

তার বাবা মোস্তফা কামাল ডেইলি স্টারকে জানান, গত শুক্রবার দিবাগত রাতে আব্দুল্লাহ বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। নিখোঁজের ২ দিন পর আজ তার মরদেহ পুলিশ উদ্ধার করল।

পুলিশ জানায়, ভবনের নিচতলার লিফটের ফাঁকা জায়গায় মরদেহ দেখতে পেয়ে ভবনের প্রহরী ছাবের আহাম্মদ পুলিশকে জানায়।

ওসি মোহাম্মদ জোবাইর বলেন, 'নিহত কিশোরের মুখ ও মাথার বাম পাশ থেতলানো এবং মাথার পেছনে জখম রয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যা কিনা।'

Comments

The Daily Star  | English

Cancer patients cut off from vital lifeline

All six radiotherapy machines of the NICRH have been out of order for 19 days, depriving over 200 cancer patients of their scheduled therapy every day.

12h ago