পদ্মা সেতুতে ২৩ মোটরসাইকেল চালককে ৭১ হাজার টাকা জরিমানা

পদ্মা সেতুতে এক মোটরসাইকেল চালককে জরিমানা করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু পারি দেওয়ার সময় নিয়মভঙ্গ করায় ২৩ মোটরসাইকেল চালককে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়মভঙ্গ, যেমন- লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদির জন্য ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নিয়মভঙ্গ করার দায়ে ২২ মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।'

আজ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ৫ হাজার ৫৬৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী জানান, জাজিরা প্রান্ত দিয়ে এক হাজার ৪৫৪টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ১১৫টি মোটরসাইকেল পদ্মা সেতু পার হয়েছে। এ ছাড়া, ওই একই সময়ে পদ্মা সেতুতে সবধরনের মোট যানবাহন পার হয়েছে ১৩ হাজার ১৯৪টি। মোট টোল সংগৃহীত হয়েছে এক কোটি ৬ লাখ ৮৩ হাজার ৫৫০ টাকা।
 

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

1h ago