সুদান থেকে বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি আরব

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষের মধ্যে গত ১৭ এপ্রিল রাজধানী খারতুমে বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

সংঘাতপূর্ণ সুদান থেকে বাংলাদেশিদের উদ্ধার করার কথা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, সৌদি নৌবাহিনী ৯১ জনকে উদ্ধার করেছে যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও আছে।

ক্ষমতার দ্বন্দ্বে গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র সংঘাত চলছে। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে এই সংঘাতে এরই মধ্যে চার শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, উদ্ধার করা ৯১ জনের মধ্যে ৬৬ জন ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের নাগরিক। এদের মধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিসিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, বুরকিনা ফাসো ও কানাডার কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও আছেন।

এদিকে, চলমান সংঘর্ষের কারণে নাগরিকদের সুদান ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের আপাতত সুদান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়।

গত সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। এই সংঘাতে এক পক্ষের নেতৃত্বে আছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, অপর পক্ষের নেতৃত্বে আছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।

 

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

43m ago