ক্রিকেটারদের ঈদ

সাকিবের ঈদ মাগুরায়, মুশফিকের বগুড়ায়

Shakib Al Hasan & Mushfiqur Rahim
ছবি: সংগ্রহ

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবার ক্রিকেটাররা নিজেদের মতন করেন ঈদ উদযাপনের সুযোগ পেয়েছেন। ঈদুল ফিতরের উৎসব তাই নিজ নিজ এলাকায় গিয়ে নিকটজনের সঙ্গে পালন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

পারিবারিক কারণে এবার আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। পরে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে দেখা যায় তাকে। লিগের খেলা শেষ করে যুক্তরাষ্ট্র স্ত্রী-সন্তানদের কাছে চলে যাওয়ার কথা ছিল তার। তবে যুক্তরাষ্ট্রে না গিয়ে দেশেই থেকে যান শীর্ষ তারকা। কয়েকটি বিজ্ঞাপনী কাজ সেরে নিজ এলাকা মাগুরায় গিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করছেন সাকিব।

শনিবার মাগুরা শহরের নোমানী ময়দানে সকাল ৯টায় বাবা মাশরুর রেজাসহ ঈদের নামাজ পড়েন তিনি। পরে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এই তারকা। জানা গেছে, ঈদের পর যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে ছুটে যাবেন সাকিব।

ঈদের আগের রাতে দেশের মানুষকে শুভেচ্ছা জানান এই তারকা, 'আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!'

এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ঈদ পালন করছেন নিজ শহর বগুড়ায়। সকাল ৮ টায় শহরের মাটিডালীর ধরমপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। ঈদের নামাজে অংশ নিয়ে ফেসবুকে ছবি দিয়ে মুশফিক সবাইকে দিয়েছেন ঈদ শুভেচ্ছা, 'ঈদ মোবারক, সৃষ্টিকর্তা আপনাদের ইচ্ছা পূরণ করুন।'

Ebadot Hossain
বড়লেখায় ঈদের দিনে ইবাদত হোসেন

বাবা ও ছেলের সঙ্গে ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন তাসকিন আহমেদ। ডানহাতি আরেক পেসার ইবাদত হোসেন ঈদ উদযাপন করছেন নিজের বাড়ি সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। নিজের পরিবারের ঘনিষ্ঠজন ও গাড়ির সঙ্গে ছবি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার ফেসবুক পাতায় সবাইকে দিয়েছেন ঈদের শুভেচ্ছা। আইপিএলে থেকে ওপেনার লিটন দাসও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ভক্তদের।

খুলনায় পরিবারের সঙ্গে ঈদ পালন করা মেহেদী হাসান মিরাজও ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন শুভেচ্ছা।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে থাকায় এবারও দেশের বাইরে ঈদ করতে হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। তার দিল্লি দলে থাকা মোস্তাফিজসহ মুসলিম ক্রিকেটারদের ছবি দিয়ে জানিয়েছে ঈদের শুভেচ্ছা।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

1h ago