চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি

ছবি: এএফপি

শেষের পথে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের আরেকটি জমজমাট মৌসুম। ৩২টি দলের মধ্যে টিকে আছে মাত্র চারটি- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও এসি মিলান। ইস্তানবুলে আগামী ১১ জুন অনুষ্ঠেয় ফাইনালে এদের একটির হাতে উঠবে পরম আকাঙ্ক্ষিত শিরোপা।

সেই আলাপ আপাতত পাশে সরিয়ে চোখ রাখা যাক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচির দিকে। প্রথম সেমিতে মিলান ডার্বিতে মুখোমুখি হবে ইতালিয়ান সিরি আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার ও মিলান। দ্বিতীয় সেমিতে আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ লা লিগার পরাশক্তি রিয়ালের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যান সিটি।

কোয়ার্টার ফাইনালে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পেয়েছে পেপ গার্দিওলার সিটি। শেষ আটে স্তেফানো পিওলির মিলান দুই লেগ মিলিয়ে নাপোলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে। বেনফিকাকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে পরাস্ত করে সেমি নিশ্চিত করেছে সিমোনে ইনজাগির ইন্টার।

গত মৌসুমের শেষ চারেও মুখোমুখি হয়েছিল রিয়াল ও ম্যান সিটি। রোমাঞ্চকর লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানের অগ্রগামিতায় সিটিকে ছিটকে দিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। এরপর লিভারপুলকে হারিয়ে তারা স্বাদ নেয় রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি:

লেগ ম্যাচ তারিখ সময় ও বার ভেন্যু
প্রথম রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ১০ মে মঙ্গলবার দিবাগত রাত ১টা সান্তিয়াগো বার্নাব্যু
প্রথম এসি মিলান-ইন্টার মিলান ১১ মে বুধবার দিবাগত রাত ১টা সান সিরো
দ্বিতীয় ইন্টার মিলান-এসি মিলান ১৭ মে মঙ্গলবার দিবাগত রাত ১টা সান সিরো
দ্বিতীয় ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ১৮ মে বুধবার দিবাগত রাত ১টা ইতিহাদ স্টেডিয়াম

(বাংলাদেশ সময় অনুসারে)

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago