আলাবামায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ৪, আহত ২৮
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ছোট শহর ডেইডভিলের এক নাচের স্টুডিওতে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮ জন।
গতকাল রোববার আলাবামার পুলিশ বিভাগ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, আলাবামার রাজধানী মন্টগোমারি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে এ শহরটিতে হামলার ঘটনায় আহতদের কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন। আনুষ্ঠানিকভাবে এখনো হামলার কারণ জানানো হয়নি।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দুক হামলা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এমনকী, হামলার জন্য দায়ী সন্দেহভাজন ব্যক্তির বিষয়েও কিছু জানানো হয়নি।
আলাবামার পুলিশ জানিয়েছে, তারা নিয়ম অনুসারে তদন্ত চালাবে।
মন্টগোমারি অ্যাডভারটাইজার সংবাদপত্রে জানানো হয়েছে, নিহত ৪ জনের একজন ছিলেন হাইস্কুলের আমেরিকান ফুটবল খেলোয়াড়। তিনি তার বোনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে জন্মদিনের অনুষ্ঠান 'সুইট সিক্সটিন'-এ অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে অজ্ঞাত বন্দুকধারী গুলি করেন।
ঘটনায় নিহত ফিল ডাউডেলের দাদি সংবাদপত্রটিকে বলেন, 'কয়েক সপ্তাহ পরেই ডাউডেলের স্নাতক ডিগ্রি পাওয়ার কথা ছিল। এরপর সে জ্যাকসনভিল স্টেট ইউনিভার্সিটিতে ফুটবল বৃত্তি নিয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিল।'
রয়টার্স এসব তথ্য যাচাই করতে পারেনি। অন্য ৩ নিহত ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি বার্তা সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, একটি পুরনো ব্যাংক ভবনকে ম্যাহোগনি মাস্টারপিস ড্যান্স স্টুডিওতে রূপান্তর করা হয়। এই শহরে ৩ হাজার ২০০ মানুষের বাস।
গত কয়েক সপ্তাহের মধ্যে আলাবামার এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বড় আকারের বন্দুক হামলার ঘটনা। সম্প্রতি টেনেসি ও কেনটাকিতেও এ ধরনের ভয়াবহ ২ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, 'আমাদের দেশ কোন জায়গায় এসে পৌঁছেছে, যে আমাদের সন্তানরা নির্ভয়ে জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দিতে পারে না?'
গতকাল রোববার বিবৃতিতে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতাকে বাইডেন 'নিন্দনীয় ও অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন।
তিনি এমন সহিংসতার জন্য বন্দুক উৎপাদনকারীদের দায়বদ্ধ করে আইন তৈরি করতে, অ্যাসল্ট অস্ত্রে ও উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন গোলাবারুদের কার্তুজ বেচাকেনা নিষিদ্ধ করতে, বন্দুক বিক্রির সময় ক্রেতার পারিবারিক পরিচয় ও আগ্নেয়াস্ত্রের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
Comments