ভারতের কাশ্মীরে বন্দুক হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত

পাহেলগামে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ঘটনাস্থলে ছুটে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার ভারতীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানায় এএফপি।

কাশ্মীরের গ্রীষ্মকালীন পর্যটন কেন্দ্র পাহেলগামে এই হামলার ঘটনা ঘটেছে। 

এই হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।'

কাশ্মীরের ট্যুর গাইড ওয়াহিদ এএফপিকে জানান, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কয়েকজন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেন।  

'দেখে মনে হচ্ছিল তারা মারা গেছেন,' বলেন তিনি। 

পরে কয়েকজন আহত ব্যক্তিকে ঘোড়ায় চাপিয়ে সরিয়ে নেন তিনি।

ঘটনাস্থল পাহেলগামের অবস্থান শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। 

এই অঞ্চলের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, এই 'হত্যাযজ্ঞে' নিহতের সংখ্যা অন্তত ২৪।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন চারদিনের সফরে ভারতে অবস্থান করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একদিন আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

4h ago