জনতা ও অগ্রণী ব্যাংকে নতুন পরিচালক, চেয়ার‍ম্যান নিয়োগের প্রজ্ঞাপন ভুয়া

অর্থ মন্ত্রণালয়

জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করা প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ১২ এপ্রিলের ওই বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে ড. মো. মজিবুর রহমান এবং শুধাংশু শেখর বিশ্বাসকেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত তথাকথিত প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে--যা সম্পূর্ণ ভূয়া, বানোয়াট, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি, পদ্ধতিগতভাবে ভুল এবং আইন পরিপন্থী।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

8h ago