এনবিআরকে স্বতন্ত্র বিশেষায়িত বিভাগ করা হবে: অর্থ মন্ত্রণালয়

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।
আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যেই এ ঘোষণা এলো সরকারের পক্ষ থেকে।
অর্থ মন্ত্রণালয় বলছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাস্তবায়ন বিষয়ে গত ২২ মে অর্থ মন্ত্রণালয় এক প্রেসনোটে এনবিআর কর্মকর্তাদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে।
কিন্তু কর্মকর্তারা তাদের দাবি থেকে সরে না আসায়, কিছু বিষয়ে স্পষ্টীকরণ করা প্রয়োজন বলে মনে করে সরকার।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।
এছাড়া, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনবিআর শক্তিশালী করা হবে এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কেমন হবে, তা এনবিআর, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এছাড়া, এনবিআর শক্তিশালী করা এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথক করতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে।
প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর করা হবে না বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আশা আজকের ঘোষণার মাধ্যমে কর, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের সব উদ্বেগের অবসান হবে এবং রাজস্ব আহরণ ও রাজস্ব সেবাদানকারী সব দপ্তর পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।
Comments