সাবিলা নূরের ‘শহরে অনেক রোদ’

ঈদুল ফিতর, সাবিলা নূর, মিজানুর রহমান আরিয়ান,
‘শহরে অনেক রোদ’ ফ্ল্যাশ ফিল্মের দৃশ্য। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের প্রথমদিন ওটিটিতে দেখা যাবে সাবিলা নূরের অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম 'শহরে অনেক রোদ'।

ফ্ল্যাশ ফিল্মটির গল্পে দেখা যাবে, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা আর খালু। নিঃসন্তান এই পরিবারের কাছে অনিক যেন ছেলের মতোই। কিন্তু, অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা প্রায়ই বুঝতে পারে অনিক। বিশেষ করে খালা বাসায় ডেকে নিয়মিত বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু, অনিকের বিয়েতে অনীহা- কাউকে পছন্দ হয় না তার! অবশেষে যখন একজনকে পছন্দ হয় তখনই ঘটনা হয়ে অন্যরকম। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পরিণতি পায় না।

মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- খায়রুল বাসার, তানিয়া, নাদের চৌধুরী।

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, 'এই রোদ গ্রীষ্মের রোদের মত কড়া নয়, এই রোদ শীতের সকালের রোদের মতো মিষ্টি। একটি মিষ্টি প্রেমের গল্পে নির্মিত হয়েছে শহরে অনেক রোদ। আশা করছি এটা গ্রীষ্মের এই তাপে একটু হলেও শীতলতা ছড়াবে।'

Comments