ছবিতে ঈদের সকাল
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ।
এক মাস সিয়াম সাধনার পর আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে দেশের মানুষ।
সকালে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ভোর থেকেই আসতে শুরু করেন।
নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
এরপর একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
এদিকে, জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। জামাতে অংশ নিতে সকাল থেকেই ব্যাপক ভিড় হয় ঈদগাহে।
সব ধরনের শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি সবাই নামাজ আদায় করেন।
বাবা-মা তাদের সন্তানদের নিয়ে ঈদের জামাতে অংশ নিতে আসেন।
নামাজের পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
এসময় বায়তুল মোকাররমের সামনে থেকে ছোট ছেলেমেয়েদের জন্য বেলুন কিনে দেন অনেকে।
Comments