মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাবাহিনীর হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারে সামরিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে রবার বুলেট ব্যবহার করছে পুলিশ। ফাইল ছবি: রয়টার্স
মিয়ানমারে সামরিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে রবার বুলেট ব্যবহার করছে পুলিশ। ফাইল ছবি: রয়টার্স

আজ মঙ্গলবার মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সামরিক শাসক বিরোধী ও 'বিদ্রোহী' গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনী হামলা চালালে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সাগাইং অঞ্চলের বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) ও ইরাওয়াদ্দি সংবাদ পোর্টাল জানায়, বেসামরিক ব্যক্তি সহ অন্তত ৫০ জন এ হামলায় নিহত হয়েছেন।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ক্ষমতাসীন সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে তথ্য জানার জন্য যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। এ ঘটনায় সারা বিশ্বে নেমে আসে নিন্দার ঝড়।

সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং সশস্ত্র বিদ্রোহী দলগুলোর 'জঙ্গি কার্যক্রম' দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন। তিনি আরও জানান, যেকোনো মূল্যে বিদ্রোহীদের দমন করা হবে।

 

Comments

The Daily Star  | English
Maayer Daak included in school textbook

Maayer Daak finds a place in school text

Eighth grade English for Today includes chapter on Women’s Role in Uprising

6h ago