ভারতে ৪ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ২০০

ভারতের গুয়াহাটি শহরে অবস্থিত একটি অভয়ারন্যে বাঘ মাতা তার সন্তানকে মুখে করে নিয়ে যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
ভারতের গুয়াহাটি শহরে অবস্থিত একটি অভয়ারন্যে বাঘ মাতা তার সন্তানকে মুখে করে নিয়ে যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ভারতে ৪ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ২০০

২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ২,৯৬৭টি। সম্প্রতি ২০২২ সালের তথ্যে জানা গেছে, এই সংখ্যা বেড়ে ৩,১৬৭ হয়েছে।

ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়া দিল্লি প্রতিবেদক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ২০২২ সালের সর্বশেষ বাঘ শুমারি থেকে এই তথ্য জানা গেছে। 

তিনি আরও বলেন, 'ভারত শুধু বাঘদেরই বাঁচাতে সক্ষম হয়নি, বরং এমন একটি বাস্তুতন্ত্র তৈরি করেছে, যেখানে তারা বংশবিস্তার করতে পারছে।'

ভারতের শিলিগুড়ির কাছাকাছি অবস্থিত জাতীয় উদ্যানে রয়েল বেঙ্গল টাইগার তার স্বমহিমায় উপস্থিত। ছবি: রয়টার্স
ভারতের শিলিগুড়ির কাছাকাছি অবস্থিত জাতীয় উদ্যানে রয়েল বেঙ্গল টাইগার তার স্বমহিমায় উপস্থিত। ছবি: রয়টার্স

মোদি একইসঙ্গে 'দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স' নামে একটি উদ্যোগের ঘোষণা দেন, যার লক্ষ্য হবে বিশ্বের বিড়াল গোত্রীয় ৭ ধরনের প্রাণিকে সুরক্ষা দেওয়া। এ প্রাণিগুলো হলো—বাঘ, লেপার্ড, স্নো লেপার্ড, জাগুয়ার, পুমা ও চিতাবাঘ। এই উদ্যোগের মাধ্যমে যেসব দেশে এসব প্রাণি এখনো অবশিষ্ট রয়েছে, তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবৈধ শিকারিদের দমন করবে।

বাঘ শুমারির তথ্য প্রকাশের আগে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বন্দিপুর জাতীয় উদ্যানে বাঘের অভয়ারণ্যে 'সাফারি' করতে যান প্রধানমন্ত্রী মোদি।

 

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

2h ago