র্যাবের বিরুদ্ধে ডয়চে ভেলের অভিযোগ সরকার খতিয়ে দেখবে, আশা যুক্তরাষ্ট্রের
জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেতে (ডিডব্লিউ) প্রকাশিত নিবন্ধ ও ভিডিওতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে অভিযোগগুলো বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গতকাল শুক্রবার এক প্রেস বিফ্রিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে ওই ডকুমেন্টারি সম্পর্কে জানতে চাওয়া হয়।
সেসময় তিনি বলেন, 'আমি এখান থেকে কোনো ব্যবস্থা নেওয়ার লক্ষণ দেখতে যাচ্ছি না। তবে আমরা এই নিবন্ধ ও ভিডিওতে আনা অভিযোগগুলো খুব সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে।'
মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
গত ৩ এপ্রিল ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে '"ডেথ স্কোয়াড': ইনসাইড বাংলাদেশ'স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন"' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে, যেখানে নেত্র নিউজকেও তদন্তে অংশ নেওয়ার কৃতিত্ব দেয় ডয়চে ভেলে।
ওইদিনই ডয়চে ভেলে তাদের ইউটিউব চ্যানেলে "হাউ দ্য এলিট ফোর্স র্যাব টেররাইজেস দ্য পিপল অব বাংলাদেশ। ডিডব্লিউ ডকুমেন্টারি" শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে।
এদিকে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, 'র্যাব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে না।'
Comments