‘বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে ফোকাস বেশি থাকে’

Mehedi hasan Miraz
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ। ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট ক্রিকেটে বেশিরভাগ সময় র‍্যাঙ্কিংয়ের উপরের সারির দলের বিপক্ষে খেলতে হয় বাংলাদেশকে। নিজেদের সামর্থ্য প্রমাণের, তাতিয়ে দেওয়ার রসদও থাকে বেশি। জিতলে বাহবাও মিলে বেশি। কিন্তু খেলাটা যখন নিচের সারির দলের বিপক্ষে, তখন সাফল্যে কৃতিত্ব পাওয়ার সুযোগ সীমিত। তীব্রতা কম থাকায় নিজেদের ভেতরের আগুন বের করে আনা অনেক সময় কঠিন। তবে মেহেদী হাসান মিরাজ ভাবছেন অন্যরকম। তার মতে ছোট দলের সঙ্গে খেলাতেই নাকি ফোকাস থাকে বেশি।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্টে নামবে বাংলাদেশ। টেস্টের নবীন দেশ আইরিশরা অভিজাত সংস্করণের মর্যাদা পাওয়ার পর খেলতে পেরেছে স্রেফ তিন ম্যাচ। সর্বশেষ টেস্টটি আবার প্রায় চার বছর আগে।

শক্তি-সামর্থ্য আর অভিজ্ঞতায় টেস্টের সবচেয়ে তলানির দল তাদের বলাই যায়। এমন দলের বিপক্ষে সাদা পোশাকে নামার আগে বাংলাদেশ দলের চিন্তার জগত কৌতূহলের জায়গা। এর আগে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে হেরে বসেছিল সাকিব আল হাসানের দল। সেবার তুমুল সমালোচনায় পড়েছিলেন ক্রিকেটাররা।

যেখানে জিতলে কৃতিত্ব কম, হারলে বিস্তর সমালোচনার বিপদ। সেখানে মনস্তাত্ত্বিক বিষয়টা নিশ্চিতভাবেই জরুরি। সোমবার সংবাদ সম্মেলনে দলের হয়ে কথা বলতে এসে মিরাজ জানান তারা বড় দলের মতই দেখছেন আইরিশদেরও,  'আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললে একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে আউটকাম কী হবে, না হবে ওটা হচ্ছে পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। আমরা ওটা নিয়ে কখনো চিন্তিত না হারলে কী হবে বা না হবে। আমরা চেষ্টা করি সবসময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করবো এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।'

মিরাজের মতে প্রতিপক্ষ নয়, খেলতে নামলে ব্যক্তি-বিশেষে বিশ্বাসটা একেকজনের থাকে একেকরকম,  'আমরা তো সবাই অনেক সিরিয়াস। ম্যাচ যখন খেলে আপনি কিন্তু দেখবেন না ভারতের সঙ্গে খেললে অনেক সিরিয়াস থাকে, আর আয়ারল্যান্ডের সঙ্গে খেললে অনেক ফোকাস কম থাকে, এরকম কিন্তু না। আপনার ফোকাস একই রকম থাকে। হয়তো আত্মবিশ্বাস অনেক বেশি কাজ করে অনেক সময়, অনেক সময় কম কাজ করে। প্রতিটা মানুষের আত্মবিশ্বাস কিন্তু উঠা-নামা করে। এটা প্রতিটা মানুষের মানসিক ব্যাপার। সবসময় একই রকম বিশ্বাস থাকে না।'

খানিক ভেবে মিরাজ বরং জোর দিয়ে বলতে চাইলেন, পা হড়কানোর বিপদ এড়াতেই ছোট দলের বিপক্ষে থাকে বাড়তি ফোকাস,  'ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে ফোকাস বেশি  থাকে। ফোকাসটা বেশি থাকে এ জন্য...আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে হার-জিত তো থাকেই দিনশেষে ভালো করার যে উদ্যোগটা এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে রেকর্ড করলে ১০০ রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ ই থাকবে। খাতায় কিন্তু বদলাবে না। অমুক টিম, এরকম বলা হবে না।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago