আইপিএল ২০২৩: দল, অধিনায়ক ও রেকর্ড

ছবি: আইপিএল

আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে শিরোপাধারী গুজরাট টাইটান্স। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

আসর শুরু হওয়ার আগে আগামী ২৮ মে পর্যন্ত চলতে যাওয়া আইপিএলের ১০ দলের স্কোয়াডের খুঁটিনাটি তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

মুম্বাই ইন্ডিয়ান্স

অধিনায়ক: রোহিত শর্মা

বিদেশি তারকা খেলোয়াড়: ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়ান অলরাউন্ডার), টিম ডেভিড (সিঙ্গাপুরে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ব্যাটার) ও জোফরা আর্চার (ইংলিশ ফাস্ট বোলার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: ইশান কিশান (ওপেনিং ব্যাটার) ও সুরিয়াকুমার যাদব (আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার)

২০২২ সালের মেগা নিলামে আর্চারের জন্য মুম্বাই ১০.৬ লাখ ডলার খরচ করেছিল। তবে কনুইয়ের চোটের কারণে তিনি গোটা মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি।

এই মৌসুমের আগে অনুষ্ঠিত নিলামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গ্রিনকে দলে টেনেছে আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। সেজন্য তাদের খরচ করতে হয়েছে ২১.১ লাখ ডলার।

আইপিএল রেকর্ড: পাঁচবার চ্যাম্পিয়ন (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) ও একবার রানার্সআপ (২০১০)।

চেন্নাই সুপার কিংস

অধিনায়ক: মহেন্দ্র সিং ধোনি

বিদেশি তারকা খেলোয়াড়: মঈন আলী (ইংলিশ অলরাউন্ডার), ডেভন কনওয়ে (কিউই ব্যাটার) ও বেন স্টোকস (ইংলিশ অলরাউন্ডার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: রবীন্দ্র জাদেজা (অলরাউন্ডার) ও রুতুরাজ গায়কোয়াড় (ব্যাটার)

ইংলিশ টেস্ট অধিনায়ক স্টোকস আইপিএলের নিয়মিত মুখ ও অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়। গত ডিসেম্বরের অনুষ্ঠিত নিলামে ১৯.৬ লাখ ডলারে তাকে কিনেছে চেন্নাই। তবে তিনি কেবল ব্যাটার হিসেবে খেলবেন।

আইপিএল রেকর্ড: চারবার চ্যাম্পিয়ন (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১) ও ছয়বার রানার্সআপ (২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৯ ও ২০২২)।

দিল্লি ক্যাপিটালস

অধিনায়ক: ডেভিড ওয়ার্নার

বিদেশি তারকা খেলোয়াড়: লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকান পেসার) ও মিচেল মার্শ (অস্ট্রেলিয়ান অলরাউন্ডার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: কুলদীপ যাদব (বাঁহাতি স্পিনার) ও আক্সার প্যাটেল (বোলিং অলরাউন্ডার)

বাংলাদেশি খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান (পেসার)

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত রিশব পান্তের পরিবর্তে নেতৃত্ব দেওয়া হয়েছে অজি ওপেনার ওয়ার্নারকে। গত বছরের ডিসেম্বর থেকে মাঠের বাইরে আছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার পান্ত।

আইপিএল রেকর্ড: একবার রানার্সআপ (২০২০)।

লখনউ সুপার জায়ান্টস

অধিনায়ক: লোকেশ রাহুল

বিদেশি তারকা খেলোয়াড়: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়ান অলরাউন্ডার) ও নিকোলাস পুরান (ক্যারিবিয়ান অলরাউন্ডার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: আভেশ খান (বোলার) ও জয়দেব উনাদকাট (ফাস্ট বোলার)

এই ফ্র্যাঞ্চাইজি পুরানের জন্য সবশেষ নিলামে ১৯.৫ লাখ ডলার খরচ করেছে। ফিনিশারের পাশাপাশি তিনি উইকেটরক্ষক হিসেবেও ভূমিকা পালন করতে পারেন।

আইপিএল রেকর্ড: নিজেদের অভিষেক আসরে তৃতীয় (২০২২)।

গুজরাট টাইটান্স

অধিনায়ক: হার্দিক পান্ডিয়া

বিদেশি তারকা খেলোয়াড়: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকান ব্যাটার), রশিদ খান (আফগান লেগ স্পিনার) ও কেন উইলিয়ামসন (কিউই ব্যাটার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: শুবমান গিল (ব্যাটার) ও মোহাম্মদ শামি (ফাস্ট বোলার)

এবারের মৌসুমের জন্য নিলামের মাধ্যমে গুজরাট তিন বিদেশি ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে। উইলিয়ামসন ছাড়া বাকিরা হলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওডিন স্মিথ ও আইরিশ পেসার জশ লিটল।

আইপিএল রেকর্ড: নিজেদের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন (২০২২)।

পাঞ্জাব কিংস

অধিনায়ক: শিখর ধাওয়ান

বিদেশি তারকা খেলোয়াড়: লিয়াম লিভিংস্টোন (ইংলিশ ব্যাটার), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকান পেসার) ও স্যাম কারান (ইংলিশ অলরাউন্ডার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: শাহরুখ খান (ব্যাটার)

২০২২ সালে অনুষ্ঠিত সবশেষ আইপিএল নিলামে কারানকে দলে নেওয়ার জন্য ২২.৩ লাখ ডলার ব্যয় করেছে পাঞ্জাব। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় তিনি।

আইপিএল রেকর্ড: কিংস ইলেভেন পাঞ্জাব হিসেবে একবার রানার্সআপ (২০১৪)।

রাজস্থান রয়্যালস

অধিনায়ক: সঞ্জু স্যামসন

বিদেশি তারকা খেলোয়াড়: জস বাটলার (ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার), ট্রেন্ট বোল্ট (কিউই পেসার) ও শিমরন হেটমায়ার (ক্যারিবিয়ান ব্যাটার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: ইউজবেন্দ্র চাহাল (লেগ স্পিনার) ও রবিচন্দ্রন অশ্বিন (অফ স্পিনার)

আইপিএল রেকর্ড: আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন (২০০৮)।

কলকাতা নাইট রাইডার্স

অধিনায়ক: নিতিশ রানা

বিদেশি তারকা খেলোয়াড়: আন্দ্রে রাসেল (ক্যারিবিয়ান অলরাউন্ডার), সুনিল নারাইন (ক্যারিবিয়ান অলরাউন্ডার) ও টিম সাউদি (কিউই পেসার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: ভেঙ্কটেশ আইয়ার (অলরাউন্ডার) ও বরুন চক্রবর্তী (লেগ স্পিনার)

আইপিএল রেকর্ড: দুইবার চ্যাম্পিয়ন (২০১২ ও ২০১৪) ও একবার রানার্সআপ (২০২১)।

সানরাইজার্স হায়দরাবাদ

অধিনায়ক: এইডেন মার্করাম

বিদেশি তারকা খেলোয়াড়: মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার), হেইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকান ব্যাটার) ও হ্যারি ব্রুক (ইংলিশ ব্যাটার)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: ভুবনেশ্বর কুমার (পেসার), ওয়াশিংটন সুন্দর (স্পিনার) ও উমরান মালিক (পেসার)

ক্যারিবিয়ান কিংবদন্তি ও হায়দরাবাদের প্রধান কোচ ব্রায়ান লারা ব্রুককে 'রোমাঞ্চকর তরুণ' হিসেবে অভিহিত করেছেন। গত ডিসেম্বরে হওয়া নিলামে তাকে ১৬ লাখ ডলারে চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল রেকর্ড: একবার চ্যাম্পিয়ন (২০১৬)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

অধিনায়ক: ফাফ ডু প্লেসি

বিদেশি তারকা খেলোয়াড়: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়ান অলরাউন্ডার), রিস টপলি (ইংলিশ পেসার) ও জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, চোটের কারণে তার অংশ নেওয়া শঙ্কায়)

ভারতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়: বিরাট কোহলি (ব্যাটার), মোহাম্মদ সিরাজ (পেসার) ও দিনেশ কার্তিক (উইকেটরক্ষক-ব্যাটার)

আইপিএল রেকর্ড: তিনবার রানার্সআপ (২০০৯, ২০১১ ও ২০১৬)।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

Grameen Bank, the Nobel-winning microfinance institution, is set for a major shake-up in its ownership structure and board as the government plans to reduce its stake to 5 percent from the current 25 percent.

26m ago