মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাতার

বজ্রপাত
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাতা মারা গেছেন।

আজ সোমবার ভোররাতে ও সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খা গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার ও মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান জানান, গতকাল রাতে শ্বশুর-জামাতা ডিঙি নৌকা নিয়ে গজারিয়া নদীতে মাছ ধরতে যান। রাতে বজ্রপাতে ২ জনই মারা যান। ভোররাতের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের মর‌দেহ পান অন্য জেলেরা। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাতা রাসেলের মর‌দেহ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

5h ago