বজ্রপাতে ৫ জেলায় ১১ জনের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

বজ্রপাতে কুমিল্লা, রাঙ্গামাটি, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজারে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং নয়জন আহত হয়েছেন।

এর মধ্যে কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণ, দেবীদ্বার ও বুড়িচং উপজেলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন-চান্দিনার শ্রীমন্তপুরের দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার সুরজোনগরের আতিকুল ইসলাম (৫০), দেবীদ্বারের ধামতি গ্রামের মুখলেছুর রহমান (৫৮) ও বুড়িচং উপজেলার রাজাপুরের আলম হোসেন (২২)।

রাঙ্গামাটিতে আজ সকালে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন।

মৃতরা হলেন-রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার নজির আহমেদ (৫০), বাঘাইছড়ি উপজেলার বাহারজান বেগম (৫৫) ও সাজেকের এক ত্রিপুরা গৃহিণী (৩৭)।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খানের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানিয়েছে।

মেডিকেল অফিসার জানান, কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নাজির আহমেদ মারা যান।

গবাদিপশু বাড়িতে নিয়ে আসার সময় বজ্রপাতে বাহারজানের মৃত্যু হয়েছে বলে জানান রূপকড়ি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা।

অপরদিকে সাজেকের লংথিয়ানপাড়ায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে এক ত্রিপুরা গৃহিণীর মৃত্যু হয়েছে।

কক্সবাজারের পেকুয়া উপজেলার ছড়িপাড়ায় আজ ভোরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন-দিদারুল ইসলাম (৩৫) ও মো. আরমান (২৫)।

স্থানীয় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, ভোরে কোদাইল্লাদিয়া এলাকায় লবণ খেতে কাজ করার সময় বজ্রপাতে দিদার ঘটনাস্থলেই মারা যান।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শিকদার জানান, সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আরমান মারা যান।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেইজি চক্রবর্তী জানান, নিহত ইয়াসিন আরাফাত উপজেলার ইব্রাহিম পাড়ার বাসিন্দা ছিল।

সিলেটের কানাইঘাট উপজেলার দীঘিরপাড়া পূর্ব ইউনিয়নে বিকেলে বোরো ধান কাটার সময় এক কৃষকের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন।

দিঘীরপাড়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ২৫০ জনের মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Why Dhaka has become unliveable

To survive Dhaka, you need a strategy. Start by embracing the absurd: treat every crisis as a plot twist.

12h ago