ব্রাজিলের বিপক্ষে জয় সত্যি কিনা

তারাবির নামাজ পড়ে নিশ্চিত হতে চান মরক্কো কোচ

ছবি: এএফপি

উজ্জীবিত পারফরম্যান্সের ধারা বজায় রাখল সবশেষ কাতার বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়া মরক্কো। আরেকটি বড় চমক উপহার দিয়ে তারা হারিয়ে দিল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তবে এই ঐতিহাসিক অর্জন বিশ্বাসই হচ্ছে না আফ্রিকার দলটির কোচ ওয়ালিদ রেগ্রাগির! তিনি জানালেন, রমজান মাস চলায় সত্যিই এমন কিছু ঘটেছে কিনা তা নিশ্চিত করতে তারাবির নামাজ পড়তে হবে তাদের।

রোববার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে প্রীতি ম্যাচে নেইমারবিহীন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো। প্রবল পরাক্রমশালী সেলসাওদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। প্রথমার্ধে লেফট উইঙ্গার সোফিয়ান বুফাল স্বাগতিকদের এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে সফরকারীদের সমতা ফেরান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এরপর জমজমাট লড়াইয়ে ব্যবধান গড়ে দেন বদলি নামা অ্যাটাকিং মিডফিল্ডার আব্দেলহামিদ সাবিরি।

ছবি: এএফপি

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারের মাটিতে মরক্কো গড়ে ইতিহাস। আফ্রিকার প্রথম দল হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তারা। তিন মাস পর ফের মাঠে নেমে নিজেদের ভক্ত-সমর্থকদের সামনে ব্রাজিলের বিপক্ষে জিতে ভীষণ উচ্ছ্বসিত রেগ্রাগি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বিশ্বকাপের পর (প্রথমবার মাঠে নেমে) আমরা জিততে চেয়েছিলাম এবং সেটাই ঘটেছে। আমরা খুবই খুশি কারণ, ইতিহাসে প্রথমবার ব্রাজিলকে হারাল মরক্কো। তারা (ব্রাজিল) ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর (দল)।'

চোটের কারণে নেইমারের পাশাপাশি ছিলেন না থিয়াগো সিলভা, মার্কুইনহোস ও রিচার্লিসন। এই তারকাদের অনুপস্থিতিতেও ব্রাজিল শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেখেন না মরক্কোর কোচ, 'বেশ কয়েকজন খেলোয়াড় এখানে না থাকা সত্ত্বেও ব্রাজিল খুবই উঁচু মানের একটি দল। আমাদেরও চোট (জনিত সমস্যা) রয়েছে কিন্তু, আমরা (লিড) ধরে রাখার মানসিকতা দেখিয়েছি।'

ছবি: এএফপি

আরবি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাস চলায় বিশ্বজুড়ে মুসলমানরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য পালন করছেন রোজা। তারাবির নামাজ এই মাসের ইবাদতের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ব্রাজিলকে হারানো স্বপ্নের মতো মনে হওয়ায় রেগ্রাগি বলেন, 'এখন রমজান মাস চলছে। এটা (ব্রাজিলের বিপক্ষে জয়) সত্যিই ঘটেছে কিনা তা নিশ্চিত করার জন্য আমাদের গিয়ে তারাবির নামাজ পড়তে হবে। এখন আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু (আমাদের) আরও অনেক দূর যেতে হবে।'

নিন্দুকদের খোঁচা দিয়ে মরক্কোর কোচ জানান আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা জয়ের আশাবাদ, 'আমাদের অতিরিক্ত উদ্দীপনা দেখানোর কিছু নেই। আমি যখন বলি আমাদের অবশ্যই আফ্রিকান কাপ (অব নেশন্স) জিততে হবে, তারা (সমালোচকরা) বলে যে আমি অতিরঞ্জন করছি। আমাকে তখন অবশ্যই সতর্ক থাকতে হবে যখন বলি যে আমরা জয়ের জন্য খেলব না, আমরা কেবল আনন্দের জন্য খেলি।'

Comments

The Daily Star  | English
July uprising and the rise of collective power

July uprising and the rise of collective power

Through this movement, the people of Bangladesh expressed their protest using a language shaped by long-standing discontent.

10h ago