মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ভেঙে পড়েছে। ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েক শতাধিক।

রয়টার্স জানায়, এটি ৬ দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ফলে বহু ভবন ভেঙে পড়েছে।

গতকাল গভীর রাতে মরক্কোর হাই আটলাস পর্বতমালায় ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৩৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকায় মৃতের সংখ্যা বেশি, যেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের শহর মারাকেশের বাসিন্দারা খোলা জায়গায় রাত কাটিয়েছেন, তারা বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন।

দেশটির পুরোনো শহরের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শহরের বাসিন্দা মিলাউদ স্ক্রউট বলেন, 'সবই ঈশ্বরের ইচ্ছা। তবে আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি।'

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago