আনচেলত্তি কোচ হলে উপকার হবে ব্রাজিলের, মত ভিনিসিয়ুসের

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদত্যাগ করা ব্রাজিল কোচ তিতের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। একটা নাম অবশ্য উচ্চারিত হচ্ছে জোরেশোরে। নামটা রিয়াল মাদ্রিদের বর্ষীয়ান ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। তার বাক্সে ভোট দিলেন সময়ের অন্যতম সেরা তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও।

গত বছর ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে কাতারের মাটিতে বিশ্ব আসরে খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু নাটকীয় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যায় তারা। এরপর সেলেসাওদের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। তার জায়গায় এখনও পাকাপাকিভাবে কাউকে নিয়োগ দেয়নি দেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (সিবিএফ)। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রামোন মেনেজেস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিবিএফের চাহিদার শীর্ষে রয়েছেন ৬৩ বছর বয়সী আনচেলত্তি। তার সঙ্গে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়ালের চুক্তি আছে আগামী ২০২৪ সাল পর্যন্ত। তবে চলমান ২০২২-২৩ মৌসুম শেষেই তাকে নিজেদের ডেরায় ভেড়াতে চায় ব্রাজিল।

আনচেলত্তির অধীনে বর্তমানে রিয়ালে খেলা ভিনিসিয়ুস গতকাল বৃহস্পতিবার ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেছেন, 'আমি এখন পর্যন্ত যত কোচ পেয়েছি, তাদের মধ্যে আনচেলত্তি সেরা। তিনি আমাকে খুবই পছন্দ করেন এবং আর এই অনুভূতিটা পারস্পরিক। আমি মনে করি, তিনি এখানে (ব্রাজিলে) খুবই উপকারী হবেন, ঠিক যেমনটা তিনি রিয়াল মাদ্রিদে আছেন।'

কেন আনচেলত্তি সেরা সেটারও ব্যাখ্যা দিয়েছেন ২২ বছর বয়সী তারকা, 'তিনি (আনচেলত্তি) আমার সঙ্গে যেভাবে আচরণ করেন এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে যেভাবে কাজ করেন সেসব মিলিয়ে আনচেলত্তি সেরা। তার জ্ঞান এবং যে উপায়ে তিনি শেখান (সেজন্য তিনি সেরা)।'

দুটি বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদোও অভিজ্ঞ ইতালিয়ান কোচকে সেরা মানতেন বলে জানিয়েছেন ভিনিসিয়ুস, 'তিনি (আনচেলত্তি) ব্রাজিলের খেলোয়াড়দেরও খুব পছন্দ করেন। কিংবদন্তি রোনালদো নাজারিও তার সম্পর্কে অনেক কথা বলেন। তিনি আমাকে বলেছেন যে আনচেলত্তি তার ক্যারিয়ারেরও সেরা কোচ ছিলেন।'

ব্রাজিলের জার্সিতে ২০ ম্যাচে ২ গোল করা ফরোয়ার্ড অবশ্য পড়েছেন মধুর সমস্যায়, 'আমার জন্য এটা নিয়ে কথা বলা খুবই কঠিন। কারণ, যদি আমি ব্রাজিলে তাকে পাই, রিয়াল মাদ্রিদে আমি তাকে হারাব। আবার রিয়াল মাদ্রিদে যদি তিনি থাকেন, আমি তাকে ব্রাজিলে পাব না।'

ভিনিসিয়ুসের মতে, ব্রাজিলে মানিয়ে নিতে কষ্ট হবে না আনচেলত্তির, 'আমাদের এই দলটা খুবই প্রতিভাবান এবং একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক খুবই ভালো। ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই এবং তিনি (ব্রাজিলে) দারুণভাবে মানিয়ে নিতে পারবেন। আমি বিশ্বাস করি, তিনি নিজেও আসতে আগ্রহ বোধ করবেন।'

বিশ্বকাপের তিন মাস পেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর চারটায় প্রীতি ম্যাচে মরক্কোর মাটিতে স্বাগতিকদের মোকাবিলা করবে তারা। চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়ুসের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব।

Comments

The Daily Star  | English

Make right to vote a fundamental right

The Constitutional Reform Commission proposes voting to be recognised as a fundamental right, so that people can seek legal remedies if it is violated.

14h ago