বিমানের ই-মেইল সার্ভার হ্যাকিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভারে র‍্যানসমওয়্যার আক্রমণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ এভিয়েশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের এ কথা জানান।

যুক্তরাজ্যের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ফরাসি দূতাবাস রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তবে, তদন্ত কমিটি নিয়ে বিস্তারিত জানাতে পারেননি বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী।

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

1h ago