বিমানের প্রশিক্ষণ প্রধানের পদ থেকে ক্যাপ্টেন সাজিদকে অপসারণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশিক্ষণ বিভাগের প্রধানের পদ থেকে ক্যাপ্টেন সাজিদ আহমেদকে অপসারণ করা হয়েছে। ফলে, এখন থেকে তিনি বোয়িং-৭৭৭-এর লাইন পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্যাপ্টেন সাজিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্ত্রী সাদিয়া আহমেদসহ অন্যদের অযৌক্তিক সুবিধা, ককপিট ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার ও বৈষম্যসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে বিমান কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ক্যাপ্টেন সাজিদ আহমেদের বিরুদ্ধে ওটা অভিযোগ তদন্তে গত ৬ মার্চ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। এরপর এই সিদ্ধান্ত এলো।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago