উন্নয়ন দেখে দেশের মানুষ বলে ‘জয় বাংলা’, লুটেরার দল বলে ‘এনজয় বাংলা’: মেনন

শনিবার বিকেলে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন। ছবি: টিটু দাস/স্টার

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, 'দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই। এই উন্নয়ন দেখে আমরা এবং দেশের মানুষ বলি 'জয় বাংলা'। আর  লুটেরার দল বলে 'এনজয় বাংলা'। তার মানে তারা বলে, 'বাংলাদেশকে এনজয় করো'।

আজ শনিবার বিকেলে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।   

 যে উন্নয়ন প্রান্তিক মানুষকে সবল করে না, তা টেকসই হয় না বলে মন্তব্য করে মেনন বলেন, 'এখন কতিপয় লুটেরার হাতে- ধনীক শ্রেণি, সামরিক-বেসামরিক আমলার কাছে পুরো দেশ জিম্মি। বঙ্গবন্ধু এদের নাম দিয়েছিলেন "চাটার দল"। কিন্তু এরা এখন আর চাটে না, গিলে খায়, ব্যাংক ফোকলা করে ফেলে।'

সরকারের ১৪ দলীয় জোটের শরিক এই প্রবীন সংসদ সদস্য সমাবেশে আরও বলেন, 'এরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আর সাধারণ মানুষ উন্নয়নের দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে দেখলেও টিসিবির পণ্যের জন্য লাইন ছাড়া সংসার চালানোর কোনো উপায় খুঁজে পায় না। এই পরিস্থিতি চলতে থাকলে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা মুখ থুবড়ে পড়বে। ডলার সংকটের মতো নতুন নতুন সংকট দেশকে পিছিয়ে দেবে।'

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান মেনন বলেন, '২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির দুঃশাসনের সেই আমল দেশবাসী আজও ভুলে যায়নি। বিএনপি যতই ভালো কথা বলুক না কেন, দুর্নীতির সেই পুরাতন স্বর্গরাজ্য ফিরে পেতেই তারা আবার মরিয়া হয়ে উঠেছে।'

বিএনপি পরিকল্পিতভাবে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ এনে সমাবেশে রাশেদ খান মেনন আরও বলেন, 'দেশবাসী অতীতে যেমন তাদের জ্বালাও-পোড়া্ও, আগুন সন্ত্রাস প্রতিহত করেছে এবারও বিএনপি-জামায়াতের নতুন করে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করবে। তারা যতই ষড়যন্ত্র করুক নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।'

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ ও আমিনুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান রুস্তুম আলী, পটুয়াখালী জেলা সভাপতি অনিমেশ হাওলাদার, কেন্দ্রীয় সদস্য বিএম শাজাহান ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।

সমাবেশ সঞ্চালনা করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা যোগ দেন।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Scores of people were injured as students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago