ছাত্রাবাসে নির্যাতন

চমেক ছাত্রলীগের ৭ জনকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ৪ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চমেক একাডেমিক কাউন্সিল।

এর আগে, চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ড. হাফিজুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের দোষী সাব্যস্ত করে।

চমেক একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান সাহেনা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, ৫৯তম ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ দাশকে ৩ বছরের জন্য; পঞ্চম বর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দেবনাথ ও সাজু দাসকে ২ বছরের জন্য এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিন আহমেদ, ইব্রাহিম খলিল ও জাকির হোসেন সায়েলকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি চমেকের হোস্টেলে ৪ শিক্ষার্থীকে মারধর ও নির্যাতন করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এদের মধ্যে ২ জনকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চমেক একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সাহেনা আক্তার বলেন, 'আমরা তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নিতে আজ একটি বৈঠকে বসি।'

শাস্তিপ্রাপ্ত চমেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা অভিজিৎ দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি ফোন কেটে দিয়ে দ্য ডেইলি স্টারের সংবাদদাতাকে বলেন, 'আমি আপনাকে আবার কল করব।'  কিন্তু, তিনি আর কল করেননি।

Comments