১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচএসবিসি

১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচএসবিসি
সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচএসবিসি

যুক্তরাষ্ট্রের বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) যুক্তরাজ্য শাখা মাত্র ১ পাউন্ডে (১.২ মার্কিন ডলারে) কিনে নিয়েছে এইচএসবিসি ব্যাংক। 

পুনরুদ্ধার (রেসকিউ ডিল) চুক্তির আওতায় নামমাত্র মূল্যে ব্যাংকটি বিক্রি করা হয়েছে বলে আজ জানিয়েছে দেশটির সরকার ও এইচএসবিসি ব্যাংক।
 
যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ড এবং অর্থমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চুক্তিটি করা হয়। গত শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকটি বন্ধ ঘোষণার পর যুক্তরাজ্যের প্রযুক্তি এবং লাইফ সায়েন্স খাতের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সপ্তাহান্তে জরুরি আলোচনার পর এক বিবৃতিতে অর্থমন্ত্রণালয় জানিয়েছে, 'সিলিকন ভ্যালি ব্যাংক (ইউকে) লিমিটেড আজ এইচএসবিসির কাছে বিক্রি করা হয়েছে।'

'এই লেনদেনটি ব্যাংক অব ইংল্যান্ডের মাধ্যমে সহজতর করা হয়েছে এবং অর্থমন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে, ২০০৯ সালের ব্যাংকিং আইনে বিক্রয় প্রক্রিয়া শেষ করা হয়েছে।'

ব্যাংকের সব গ্রাহকের আমানত সুরক্ষিত আছে উল্লেখ করে অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, 'এখানে কোনো নগদ সরকারি অর্থ জড়িত নেই।'

'এই চুক্তি (ডিল) নিশ্চিত করে যে গ্রাহকের আমানত সুরক্ষিত আছে এবং তারা স্বাভাবিক লেনদেন করতে পারবেন।'

হান্ট আরও বলেন, 'আমি সন্তুষ্ট যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি।'
 

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

47m ago