সায়েন্স ল্যাব এলাকা

জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ: সিটিটিসি

সাইন্স ল্যাব এলাকার এই ভবনটিতে বিস্ফোরণ ঘটে। ছবি: সিফাত আফরিন শামস/স্টার

জমে থাকা গ্যাস থেকেই সায়েন্স ল্যাব এলাকার ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

আজ রোববার এ তথ্য জানান সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলের ইনচার্জ রহমত উল্লাহ চৌধুরী।

তিনি বলেন, 'জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। আমরা ধারণা করছি, সুয়ারেজ লাইন বা কনসিল গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমায় এ বিস্ফোরণ হয়েছে।'

রহমত উল্লাহ চৌধুরী বলেন, 'আমরা ডিটেক্টর দিয়ে ঘটনাস্থলে গ্যাসের উপস্থিতি পেয়েছি। যখন বাতাসের সঙ্গে ৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত গ্যাস মিশে যায়, ওই স্থানে সুইস অন করলেও তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটবে।'

আজ সকালের এ বিস্ফোরণে ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

17h ago