নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ ৭

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তা খুঁড়ে অবৈধ গ্যাস-সংযোগের কাজ করার সময় বিস্ফোরণে অন্তত সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার রাত এগারোটার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় দগ্ধ জয় (২০), মো. সুলতান(২৩), মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), মো. শাহজালাল (৪৫) ও মো. রাজু (২৪) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের মধ্যে জয়ের শরীরের ২২ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, মিজানের ১৯ শতাংশ, মো. জাহাঙ্গীরের ১০ শতাংশ, রিপনের নয় শতাংশ শাহজালালের সাত শতাংশ ও রাজুর দুই শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, 'মধ্যরাতে সাত জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা পর পর্যবেক্ষণে রাখা হয়েছে৷'

স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস) রাস্তা খুঁড়ে এই শ্রমিকরা কাজ করছিল। এসময় একটি গ্যাস লাইন ঝালাই করতে গেলে বিস্ফারণের ঘটনা ঘটে। এতে সাত জন দগ্ধ হন।

কাঁচপুর ফায়ার স্টেশনের জেষ্ঠ স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, 'বিস্ফোরণের বিষয়টি রাতে আমাদের কেউ জানায়নি। সকালে খবর পেয়ে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে৷ প্রাথমিকভাবে জানতে পেরেছি, এই শ্রমিকরা তিতাস গ্যাসের একটি মূল সংযোগে আরেকটি সাব সংযোগ ঝালাইয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।'

যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সিদ্দিকুর রহমান বলেন, 'আমরা বেশ কয়েক বছর ধরে নতুন গ্যাস সংযোগ দিচ্ছি না৷ বৈধ গ্যাস সংযোগের কোনো মেরামত বা কাজ করতে হলে আমাদের জানিয়ে কাজ করতে হয়৷ তাই এটা নিশ্চিত, তারা অবৈধ সংযোগের কাজ করাচ্ছিলেন।'

তিনি আরও বলেন, 'সকালে আমাদের একটি টিম সেখানে গিয়েছিল। কিন্তু সড়কে যান চলাচল বেশি থাকায় আমাদের মূল সংযোগ কী অবস্থায় আছে তা নিরীক্ষণ করে দেখা যায়নি৷ আমরা এ বিষয়ে কাজ করছি৷'

Comments

The Daily Star  | English

Operation Devil Hunt: 1,308 arrested so far

274 people were arrested from metropolitan cities, while 1,034 were detained from different parts of the country

15m ago