বাবার পিস্তল নিয়ে প্রতিপক্ষের ওপর মেয়রপুত্রের হামলা

মেয়রপুত্র কামরুল হাসান সজয়

পাবনার ফরিদপুরে বাবার লাইসেন্স করা পিস্তল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগে পৌরসভা মেয়রের ছেলেকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

আটক যুবকের নাম কামরুল হাসান সজয় (২৭)। তিনি ফরিদপুর পরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান মাজেদের ছেলে। কামরুল ছাত্রলীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় লাইসেন্স করা পিস্তলটিও জব্দ করা হয়।'

আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমনের সঙ্গে কামরুল হাসান সজয়ের বিরোধ আছে। এর জের ধরে কামরুল তার সহযোগীদের নিয়ে সুমনের ওপর হামলা করে অস্ত্রের প্রদর্শন করে।

ওসি জানান, বিকেল পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি, তবে লাইসেন্স করা অস্ত্র অবৈধভাবে প্রদর্শনের অভিযোগে কামরুলকে আটক করা হয়। অস্ত্রটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে পুঙ্গলি ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফরিদপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মাজেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। সাংবাদিক পরিচয় শুনে 'ব্যস্ত আছি' বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মেয়েরের ছেলে কামরুল বিভিন্ন অপরাধে জড়িত। প্রতিপক্ষকে অস্ত্রের ভয় দেখিয়ে চুপ রাখেন তিনি।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

8h ago