যুবলীগ নেতার বিরুদ্ধে নারীকে মারধর-পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোহেল মোল্লা। ছবি: সংগৃহীত

'পাওনা টাকা চাওয়ায়' সাভারের আশুলিয়ায় এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর সহযোগীদের নিয়ে হামলার অভিযোগে ওঠেছে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার বিরুদ্ধে।

আজ রোববার আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শনিবার ভোররাত ২টার দিকে 'হামলা'র ঘটনা ঘটে এবং সেই নারী বাদী হয়ে সেদিন রাত ১০টা দিকে আশুলিয়া থানায় মামলা করেন।

পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, 'মামলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

ভুক্তভোগী নারী ডেইলি স্টারকে বলেন, 'আমার স্বামীর সঙ্গে বন্ধুত্বের সুবাদে আশুলিয়া থানা যুবলীগের নেতা সোহেল মোল্লা ৩ বছর আগে বালুর ব্যবসার কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন। ৩-৪ মাস পরেই সেই টাকা পরিশোধের কথা ছিল।'

'সোহেল পরে ৬টি চেক দেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'সেগুলো নিয়ে ব্যাংকে গেলে অ্যাকাউন্টে টাকায় পাওয়া যায়নি।'

তিনি আরও বলেন, 'আমরা চেক নিয়ে মামলা করায় গত শনিবার ভোররাত ২টার দিকে সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন পিস্তল, চাপাতি ও লোহার পাইপ নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। ঘর ভাঙচুর করে। আসবাবপত্রসহ স্বামীর মোটরসাইকেলটিও ভেঙে ফেলে।'

'সেসময় আমার কপালে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। আমাকে ও পরিবারের সদস্যদের মারধর করে। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়,' যোগ করেন তিনি।

কয়েকবার যোগাযোগ করা হলেও সোহেল মোল্লাকে ফোনে পাওয়া যায়নি।

'সোহেল মোল্লা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক' উল্লেখ করে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ডেইলি স্টারকে বলেন, 'ওই নারী ও তার স্বামী মাদক চোরাকারবারি। তার কারণে সোহেলের পরিবারেও সমস্যা হয়েছে। সোহেলের কাছে টাকা পাবে এমন অভিযোগ নিয়ে ওই নারী আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি সুরাহার জন্য বলেছিলাম।'

'কেউ যদি সংগঠন বহির্ভূত কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে' বলেও মন্তব্য করেন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে বাড়িতে হামলা ও মারধরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

IMF sets new loan conditions

Bangladesh must clear dues, hit steep revenue, reserve targets for next tranche

9h ago