ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বৃহস্পতিবার অভিযোগপত্র পাঠ করার পর বর্তমানে জেলে থাকা রাসেল নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেন।

তবে জামিন পেয়ে আত্মগোপনে থাকা শামীমা নাসরিনের অভিযোগপত্র পাঠ করেননি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস গত বছরের ১৬ সেপ্টেম্বর ওই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে ওই দম্পতিসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলাটি করেন।

মামলার নথিতে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য  বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালির অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গুলশান থানায় এক গ্রাহকের কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার আরেকটি আদালত।

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Jagannath Oikyo has declared the university indefinitely closed

21m ago