নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা।

আহত মো. গোলাম আকবর (২৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও রোমেন শর্মা জানান, বিকেলে নাইক্ষ্যংছড়ির জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতর ৩-৪ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আকবর আহত হন। তার সঙ্গে থাকা অন্যরা আকবরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, 'নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আহত এক যুবককে আজ সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।'

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, 'শুনেছি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা-জামছড়ি সীমান্তের ওপারে গোলাম আকবর নামে এক যুবক বিস্ফোরণে আহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

10m ago