ভূমিকম্পের পরেও তুরস্ক-সিরিয়ায় আরও অন্তত ১০০ কম্পন

সিরিয়ার জানদারিস শহরে ধ্বংসস্তুপের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স
সিরিয়ার জানদারিস শহরে ধ্বংসস্তুপের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত করে। এরপর দেশ ২টি তে আরও অন্তত ১০০ কম্পন অনুভূত হয়েছে। 

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এই তথ্য জানায়।

মূল ভূমিকম্পের পর যত বেশি সময় অতিবাহিত হবে, ভূমিকম্প পরবর্তী কম্পনের সংখ্যা ও মাত্রা কমতে থাকবে। তবে বিশেষজ্ঞদের মতে আরও কয়েকদিন ৫ ও ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে মূল ভূমিকম্পে ভঙ্গুর হয়ে পড়া ভবনগুলো আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা জানিয়েছেন।

এ বিষয়টি উদ্ধারকারী দল ও যারা বেঁচে গেছেন, তাদের জন্য বাড়তি হুমকি।

ভূমিকম্প পরবর্তী কম্পনগুলো দক্ষিণ তুরস্কের 'ফল্ট জোন' থেকে উদ্ভুত হয়েছে। এগুলো প্রায় ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে তুরস্কের দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত হয়ে সিরিয়ার সীমান্ত হয়ে মালাতিয়া প্রদেশ পর্যন্ত গেছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইউনুস সেজের দেশটির রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে বলেছেন, আজ সকাল পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯২১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৮৩৪ জন।

সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৫৩১ জন।

ফলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে।

 

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

9h ago