ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ১৯০০ ছাড়াল

তুরস্ক, সিরিয়া, তুরস্কে ভূমিকম্প, সিরিয়ায় ভূমিকম্প,
সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহর জান্ডারিসে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ছবি: রয়টার্স

তুরস্কের মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ায় সোমবার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯০০ ছাড়িয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা। ফলে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। কারণ সিরিয়ার সর্বশেষ পরিসংখ্যানে ৭৮৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। ফলে, হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিবিসি বলেছে, দ্বিতীয় ভূমিকম্পে কতজন মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়।

Comments