৩ বিভাগে মনোনয়ন, গ্র্যামিতে ইতিহাস গড়তে পারে বিটিএস
টানা তৃতীয় বারের মতো শীর্ষ কে-পপ ব্যান্ড বিটিএস গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। আগামীকাল সোমবার এবারের বিজেতাদের তালিকা প্রকাশ করা হবে।
আজ রোববার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ বছর ৩টি বিভাগে গ্র্যামির মনোনয়ন পেয়েছে বিটিএস। সেরা মিউজিক ভিডিওর জন্য 'ইয়েট টু কাম', সেরা পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের জন্য 'মাই ইউনিভার্স' এবং বছরের সেরা অ্যালবাম হিসেবে 'মিউজিক অব দ্যা স্ফিয়ারস'।
সেরা মিউজিক ভিডিও বিভাগে মনোনয়ন প্রাপ্ত অন্যান্য শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাডেল ('ইজি অন মি'), দোজা ক্যাট ('উইম্যান'), কেনড্রিক লামার ('দ্য হার্ট পার্ট ফাইভ'), হ্যারি স্টাইলস ('এজ ইট ওয়াজ') এবং টেলর সুইফট ('অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম)।
যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে যৌথ পরিবেশনায় 'মাই ইউনিভার্স' গানটি প্রকাশ করে বিটিএস। এই গানটি কোল্ডপ্লের মিউজিক অব দ্য স্ফিয়ার্স অ্যালবামে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি বিলবোর্ডে হট ১০০ চার্টের শীর্ষে জায়গা করে নেয়।
বিটিএস ও কোল্ডপ্লের এই যৌথ প্রযোজনার বিপক্ষে লড়ছে অ্যাবা, ক্যামিলা কাবেইয়ো ও এড শিরান, পোস্ট ম্যালোন ও দোজা ক্যাট এবং স্যাম স্মিথ ও কিম পেত্রাসের গানগুলো।
যদি কোল্ডপ্লের নবম অ্যালবাম 'মিউজিক অব দ্য স্ফিয়ার্স' বছরের সেরা অ্যালবামের খেতাব জেতে, তাহলে ব্যান্ডটি বিটিএসের সঙ্গে এই সম্মান ভাগ করে নেবে; কারণ বিটিএসের সদস্যরা এই অ্যালবামে শিল্পী, সুরকার, গীতিকার ও শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
ব্যান্ডের ৩ সদস্য জে-হোপ, আরএম ও সুগাকে এই অ্যালবামে গীতিকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এবারই প্রথম ১টির চেয়ে বেশি বিভাগে গ্র্যামি মনোনয়ন পেলো বিটিএস।
এর আগে ৭ সদস্যের এই ব্যান্ডটি ২০২০ ও ২০২১ সালে তাদের সুপারহিট গান 'ডায়নামাইট' ও 'বাটার' এর জন্য মনোনয়ন পেলেও ২ বারই তারা খেতাব জিততে ব্যর্থ হয়।
এ পর্যন্ত কোরিয়া থেকে মাত্র ২ জন শিল্পী গ্র্যামি খেতাব জিতেছেন। সোপ্রানো গায়িকা সুমি জো এবং শব্দ প্রকৌশলী ও সাউন্ডমিরর কোরিয়ার প্রধান হোয়াং বাইওং-জুন।
তবে আগামীকালের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না বিটিএসের সদস্যরা। ব্যক্তিগত কারণে দলের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য ব্যান্ড থেকে বিরতি নিয়েছেন।
Comments