‘টাকা দিয়ে পড়ি, গাড়ি নিয়ে ঢুকতে দিবি না কেন?’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে উইকেন্ড প্রোগ্রামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম দিপ্ত দেবনাথ।

নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, কয়েকজন ছেলেমেয়ে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ড প্রশাসনের অনুমতি না থাকায় তাদের ঢুকতে দেননি। পরে তারা নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও মারধর করেন।

নিরাপত্তাকর্মী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের ভেতরে গাড়ি ঢুকতে না দেওয়ার নির্দেশনা ছিল। উইকেন্ডের কয়েকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি তাদের নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ''টাকা দিয়ে পড়ি, গাড়ি নিয়ে ঢুকতে দিবি না কেন'' বলে গালিগালাজ করা শুরু করেন এবং মারধর করেন।'

অভিযুক্ত দিপ্ত দেবনাথ ডেইলি স্টারকে বলেন, 'গাড়ি নিয়ে প্রবেশ করার সময় আমাকে বাধা দেন। আমি তো শিক্ষার্থী তাই বাধা দেওয়ায় কারণ জানতে চাই। কর্মী গাড়ি সরাতে বললে আমি তাকে গালিগালাজ করেছি। হাতাহাতি হয়েছে। আমিও মার খেয়েছি। তারপর আমার সঙ্গে ২ জন ছিল তারাও হাতাহাতিতে অংশ নিয়েছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ডেইলি স্টারকে বলেন, 'গার্ডের সঙ্গে যা হয়েছে তা অন্যায়।'

উল্লেখ্য গতকাল রাতে জাবিতে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী আইসিইউতে ভর্তি আছেন।

 

Comments