অবরোধের সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল

জাবি
ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধার, দেশরক্ষা ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুকের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন থেকে মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাবি বিশমাইল গেইট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে মশাল মিছিল করেন তারা।

মিছিলে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবাইর আল- মাহমুদ, ছাত্রনেতা নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সাহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লুর, আলামিন, জিসান, ফুয়াদ, রাজু, আলামিন, সাফাতসহ অন্য নেতাকর্মীরা।

মিছিল শেষে আব্দুল কাদের মার্জুক বলেন, 'এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত জাবি ছাত্রদলের নেতারা মাঠে থাকবে।'

এর আগে আজ দুপুরে অবরোধের সমর্থনে আশুলিয়ার জিরাবো এলাকায় সাভার, আশুলিয়া থানা ও সাভার পৌর মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি ও সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান মিনি, সহ-সভাপতি জোসনা  আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি আক্তার প্রমুখ।

Comments

The Daily Star  | English

Administration reforms: Zila parishad’s abolition may be proposed

The Public Administration Reform Commission is likely to recommend abolishing the zila parishad and strengthening the upazila parishad.

8h ago