‘বুবুজান’ মাহিয়া মাহির জন্য পাগল এক ভাইয়ের গল্প

বুবুজান সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস আসছে মাহিয়া মাহি ও শান্ত খান অভিনীত সিনেমা 'বুবুজান'। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি নারী নির্যাতনের প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

শাপলা মিডিয়া প্রযোজিত 'বুবুজান' সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। 

মাহিয়া মাহি বলেন, 'এই ধরণের গল্পে আগে অভিনয় করিনি। গল্পপ্রধান সিনেমা বুবুজান। বিশ্বাস করি সবাই একটা ভালো কিছু নিয়ে বাসায় ফিরবেন। সুন্দর একটা ম্যাসেজ আছে সিনেমার গল্পে।'

শান্ত খান বলেন, 'সিনেমার গল্পটি বোন নির্ভর। নায়ক মান্না স্যারের আম্মাজান সিনেমায় যেমন মায়ের জন্য পাগল ছিলেন।  এই সিনেমায় আমি তেমন বুবু বলতেই পাগল। সিনেমায় মাহিয়া মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় আছেন। গল্পে প্রতিবাদী এক ভাইয়ের ভূমিকায় দেখা যাবে আমাকে।'

Comments