সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল ১ মার্চ পর্যন্ত

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আগামী ১ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।

২২২ কোটি টাকা পাচারের মামলায় সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

বর্তমানে জামিনে থাকা সম্রাট আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করে দুদক।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

1h ago