বাসায় ফিরেই ধানমন্ডি ৩২ নম্বরে সম্রাট

সম্রাট
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: প্রথম আলোর সৌজন্যে

অর্থপাচার মামলায় জামিন পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে শান্তিনগরের বাসায় ফেরেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

এরপর আজ শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে যান তিনি।

কয়েকশ নেতাকর্মী নিয়ে সম্রাট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি।

গত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান সম্রাটের জামিন মঞ্জুর করেন।

সম্রাট তখন বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ শুক্রবার বিএসএমএমইউর পরিচালক ডা. নজরুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে জানান, সম্রাট হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ৬ অক্টোবর র‌্যাব তাকে আটক করে। 

২০২০ সালের ৭ ডিসেম্বর দুদক উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সম্রাট সিঙ্গাপুরের দুটি ক্যাসিনোতে ২২১ কোটি ৫০ লাখ টাকা এবং মালয়েশিয়ার একটি ক্যাসিনোতে ৫০ লাখ ৮৮ হাজার টাকা পাচার করেন।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago