লেবাননে ৫ শতাধিক বাংলাদেশিকে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা
অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে থাকা লেবাননে ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাজধানী বৈরুতের ক্ল্যাসিকো স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সেবা দিয়েছে দেশটির জলসীমানায় জাতিসংঘের শান্তি মিশন ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'সংগ্রাম'র বিশেষ মেডিকেল টিম।
নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে এ চিকিৎসা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, বানৌজা 'সংগ্রাম'র ক্যাপ্টেন মো. আমিরুল ইসলাম, দূতালয় প্রধান বাকি বিল্লাহ ও শ্রম কাউন্সেলর আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বানৌজা 'সংগ্রাম'র সার্জন লেফটেন্যান্ট রামিম গণমাধ্যমকে জানান, বেশিরভাগ বাংলাদেশি ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে এসেছেন। চিকিৎসা সেবা দিয়ে তাদের সুস্থ রাখার চেষ্টা করছি।
চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, ভাষা জটিলতা ও অর্থের অভাবে তারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। বাংলাদেশি চিকিৎসক পেয়ে তারা সহজেই তাদের সমস্যাগুলো তুলে ধরে চিকিৎসা নিতে পেরেছেন।
অনুষ্ঠানে জানানো হয়, লেবাননের সংকটময় সময়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ মানবিক চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।
লেবাননে চলমান অর্থনৈতিক মন্দার কারণে স্বাস্থ্যখাতে অচলাবস্থা চলছে। কয়েকগুণ বেশি দাম দিয়েও ফার্মেসিগুলোয় চাহিদামত প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না অর্থ কষ্টে থাকা বাংলাদেশিরা।
লেখক: লেবাননপ্রবাসী সাংবাদিক
Comments