উখিয়ায় র্যাবের সঙ্গে ‘গোলাগুলি’, ২ ‘জঙ্গি’ গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ও 'জঙ্গিদের' মধ্যে 'গোলাগুলির' পর ২ 'জঙ্গি'কে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
র্যাব সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, নতুন জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীরকে গ্রেপ্তার করতে গেলে র্যাব ও 'জঙ্গিদের' মধ্যে গোলাগুলি শুরু হয়।
র্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন বলেন, 'নতুন জঙ্গি সংগঠন "জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া"র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।'
Comments