৩ দিনের জেলা প্রশাসক সম্মেলন ২৪-২৬ জানুয়ারি

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি: পার্থ প্রতীম ভট্টাচার্য্য/স্টার

আগামী ২৪ জানুয়ারি থেকে ঢাকায় ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।

এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকবে। এর মধ্যে ২০টি অধিবেশন থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকেরা মোট ২৪৫টি প্রস্তাব জমা দিয়েছেন। সর্বোচ্চ ২৩টি প্রস্তাব জমা পড়েছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত। ভূমি সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছে ১৫টি।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এই সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়টি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

তিনি আরও জানান, গতবারের সম্মেলনে মোট ২৪২টি প্রস্তাব জমা পড়েছিল। এর মধ্যে ১৭৭টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago