‘বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে চায় সেনাবাহিনী’

সেনাপ্রধান
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিউদ্দিন আহমেদ বলেন, 'সেনাবাহিনী চাচ্ছে বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যে কোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে। আপনারা জানেন, বেসামরিক প্রশাসনকে সহায়তায় আমরা দুর্যোগ ব্যবস্থাপনা, জাতি গঠন এবং অনেক নিরাপত্তার দায়িত্বও পালন করে থাকি।'

তিনি বলেন, 'এখানে (জেলা প্রশাসক সম্মেলন) কথা প্রসঙ্গে গত বন্যার সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা সবাই করেছেন। অন্যান্য কাজেও আমাদের প্রশংসা সবাই করেছেন। আমরাও বলেছি, বর্তমান সেনাবাহিনীর নিচের পর্যায়ের সবার ভেতরে এই অনুভূতি এসেছে যে, বেসামরিক প্রশাসন আমাদের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং আমরা তাদের সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক বেশি সাচ্ছন্দ বোধ করছি।'

'সেনাবাহিনীর কাজ করার ধরন এক রকম, সিভিল প্রশাসনের কাজ করার ধরন আরেক রকম; উদ্দেশ্য একই কিন্তু কর্মপদ্ধতির ভিন্নতার কারণে অনেক সময় কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়তো হয়ে থাকে। যত আমরা ওগুলো দূর করতে পারবো আমাদের কাজ, নিজের স্বকীয়তা বজায় রেখে, আমার মনে হয়, সরকার ও জনগণের আমাদের কাছে যে প্রত্যাশা রয়েছে সে অনুযায়ী আমরা যথাযথভাবে কাজ করতে পারবো,' বলেন তিনি।

বান্দরবান সীমান্তে মিয়ানমার অংশে অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'একটা পরিষ্কার বক্তব্য আমি আগেই দিয়েছি। আজকে এ ধরনের কোনো কিছু এখানে আলোচনা হয়নি। আমরা এখানে একটা ভিন্ন ক্ষেত্র না খুলি; কারণ দেখা যাবে ছোট্ট একটা বক্তব্য...কোনো বিস্তারিত ব্যাখ্যা দিলাম না, তখন আবার...এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলে তখন আপনারা ধারণা পাবেন।'

গত ২০১৮-এর নির্বাচনে সেনাবাহিনী মাঠে ছিল। নির্বাচনের আগে এটি শেষ জেলা প্রশাসক সম্মেলন। আপনারা কি বলেছেন কী ধরনের ভূমিকা রাখতে চান? জেলা প্রশাসকরা কি আপনাদের চেয়েছেন? গতবার আমরা দেখেছি যে, দুপুরে ভোট বন্ধ হয়ে গেছে, সেনাবাহিনী বাইরে কাজ করেছে। এটা নিয়ে সেনাবাহিনীর ভেতরে কী হয়েছে জানি না, মানুষের এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনি যে প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন, এগুলো নিয়েও অনেক বিতর্ক শুরু হয়ে যাবে...এগুলোর কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। এগুলো নিয়ে কোনো কথা আমি এখন বলতে চাচ্ছি না। আজকে যে সম্মেলনটা হয়েছে সেটা ছিল কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। সে ব্যাপারে আমি পরিষ্কার বলেছি।'

জেলা প্রশাসকদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে কি না জানতে চাইলে শফিউদ্দিন আহমেদ বলেন, 'তারা চেয়েছেন। তবে কোন কোন ক্ষেত্রে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত আমরা বলছি না। আমি নিশ্চিত, এখানকার যারা মুখপাত্র আছেন তারা এ বিষয়ে পরিষ্কার ধারণা দেবেন।'

Comments

The Daily Star  | English

Chief adviser returns home after joining COP29 in Baku

Chief Adviser Professor Muhammad Yunus returned home this evening wrapping up his Baku tour to attend the global climate meet Conference of Parties-29 (COP29)

1h ago