প্রতিনিয়ত দর্শকদের বিদ্রূপের শিকার শান্তকে নিয়ে যা বললেন লিটন

Litton Das & Nazmul Hossain Shanto

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রলের শিকার হওয়া নাজমুল হোসেন শান্ত খেলার মাঠেও রেহাই পান না। ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ে গ্যালারি থেকে ছুটে আসে দর্শকদের তির্যক মন্তব্যের স্রোত। বাঁহাতি এই ব্যাটার এসবের প্রতিক্রিয়া দেখান না। লিটন দাস সতীর্থের পাশে দাঁড়ালেন। বললেন, মানুষের এসব বাজে আচরণের মাঝেও শান্ত দেখিয়েছেন তিনি কতটা শক্ত মানসিকতার। 

বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটারদের ট্রল, বিদ্রূপের শিকার হওয়া নতুন ঘটনা না। ক্যারিয়ারের বাজে সময়ে লিটন দাসকেও শুনতে হয়েছে প্রচুর কটু কথা। এমনকি ধর্ম টেনেও তাকে হেয় করা হয়েছে। সব ছাপিয়ে লিটন ব্যাটের মুন্সিয়ানা দেখিয়ে সেসব কথাকে উড়িয়ে দিয়েছেন। এখন গ্যালারিতে লিটনের নামে উঠে রব।

মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ ছিল লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এদিনও ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় দর্শকদের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন শান্ত। কুমিল্লাকে জিতিয়ে সংবাদ সম্মেলনে আসা লিটনের কাছে জানতে চাওয়া হয় এই প্রসঙ্গে। বাংলাদেশের তারকা এই ব্যাটার জানান মানুষের ক্রমাগত বাজে আচরণ গা সওয়া হয়ে গেছে শান্ত, তিনি তার শক্ত মানসিকতা দিয়ে ঠিকই এসব উৎরে যাবেন,  'আমার মনে হয় শান্ত মানসিকভাবে অনেক শক্ত ছেলে। যেহেতু অনেক দিন ধরে এসব মোকাবিলা করে আসছে...। আপনার যদি জ্বর আসে, আপনি একদিন হতাশ হবেন। কিন্তু যখন নিয়মিত হতে থাকবে, তখন মনে হবে, "ধুর এটা আর এমন কী!" শান্তর ক্ষেত্রেও এমন হয়ে গেছে। এক সাক্ষাৎকারে ও বলেছে, ওর মনে হয় খেলতে নামলে প্রতিপক্ষ দলের বিপক্ষে খেলে না, পুরো দেশের বিরুদ্ধে গিয়ে খেলে। এটা একজন খেলোয়াড়ের জন্য খুব কঠিন।'

অস্ট্রেলিয়া বিশ্বকাপ চলাকালীন সময়েও প্রচুর ট্রলের শিকার হন শান্ত। অথচ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। দুই ফিফটিতে করেন ১৮০ রান। চলতি বিপিএলেও ৫৫.৬৬ গড়ে ১৬৭ রান করে সিলেট স্টাইকার্সের হয়ে রাখছেন অবদান। কিছু ভালো খেলা উপহার দিলেও থামছে বিদ্রূপ।

লিটন মনে করেন শক্তি মানসিকতা দিয়েই ছন্দময় থাকবেন শান্ত, 'শান্ত ওই জায়গা থেকে বিশ্বকাপে এত ভালো খেলেছে, ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি ও মানসিকভাবে শক্ত একটা ছেলে, তাই ওকে বলার কিছু নাই। ও জানে কী করতে হবে। ভালো-খারাপ থাকবেই। মানসিকভাবে ও যেমন শক্ত, আমিও ঠিক তা-ই। আমার মনে হয়, ও খুব তাড়াতাড়ি (ছন্দে) ফিরবে।'

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

24m ago