উখিয়ায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি’

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার বিকেল ৫ টা ৪০ মিনিটে পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রহমতেরবিল হাজীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে কক্সবাজারস্থ বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধূরী স্বাক্ষরিত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

ওই  বিবৃতি বলা হয়েছে, মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা ৪০ মিনিটে  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বালুখালী বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার—০ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল হাজীরবাড়ী এলাকায় ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় বালুখালী বিজিবি বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি করে। সেসময়ে বিজিবি টহল দল আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদক কারবারিরা ছত্রভঙ্গ হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। 

এ ঘটনায় বিজিবি টহলদলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সকল বিওপি সমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Comments