উখিয়ায় ক্যাম্পে আগুন, ৪ হাজার রোহিঙ্গা গৃহহীন

আগুনে প্রায় ২৬০টি ঘর পুড়ে গেছে।
আগুনে ক্যাম্পের প্রায় ২৬০ স্থাপনা পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার উখিয়ার পালংখালীর ১৩ নম্বর তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে প্রায় ২৬০টি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ৪হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছে।  

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, ওই ক্যাম্পের ডি-ব্লকের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কক্সবাজার ও টেকনাফের ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 

এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন সংশ্লিষ্টরা কাজ করছে। 

Comments