ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিএসএফের হাতে বাংলাদেশি আটক

thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে মো. আজিজার রহমান (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার দুপুরে সীমান্তের ওপারে ভারত ভূ-খণ্ড থেকে তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজার রহমানের বাড়ি একই উপজেলার শাহানাবাদ গ্রামে। তার বাবার নাম মো. মর্তুজা।

তানজির জানান, ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত আমবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা দুপুর ২টার দিকে পিলার নম্বর ৩৭৩/১-এস এর কাছে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৪৫০ গজ ভেতরে অনুপ্রবেশের অভিযোগে আজিজারকে আটক করে।

এই ঘটনার পর বিজিবি কর্তৃপক্ষ আটক বাংলাদেশি নাগরিকের ফেরত আনতে আলোচনার জন্য পতাকা বৈঠকের অনুরোধ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠায়।

তে সাড়া দিয়ে একই সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডেন্ট অভিযোগ করে, চারজন বাংলাদেশি নাগরিক গবাদি পশুর জন্য ঘাস কাটতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ফিরে যেতে বলে। তাদের একজন হাতে থাকা কাস্তে দিয়ে এক বিএসএফ সদস্যের ওপর হামলা চালালে ওই সৈনিকের দুটি আঙুল গুরুতর জখম হয়।

এরপর বিএসএফ সদস্যরা আজিজারকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

বিএসএফ কর্মকর্তা জানান, আটক বাংলাদেশি নাগরিকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

US tariff threatens booming synthetic shoe exports

The country’s growing non-leather footwear industry now faces a major setback as a steep new tariff from the United States threatens its growth

13h ago