জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল

২০২৩ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-২) আক্তার উননেছা শিউলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আক্তার উননেছা শিউলী দ্য ডেইলি স্টারকে জানান, যেহেতু নতুন পাঠ্যক্রমে এ দুটি পরীক্ষার কথা উল্লেখ নাই, তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ডিসেম্বরের শেষ দিকে এ দুটি পরীক্ষা বাতিলের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠায়।

'প্রধানমন্ত্রী এ প্রস্তাবের অনুমোদন দিয়েছেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago