প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

শিক্ষা মন্ত্রণালয়, অধ্যাপক এম আমিনুল ইসলাম,
অধ্যাপক এম আমিনুল ইসলাম । শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

আজ সোমবার অধ্যাপক এম আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যক্তিগত সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছি।

'প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল এবং আজ আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল,' বলেন তিনি।

এর আগে, গত বছরের নভেম্বরের শেষের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এম আমিনুল ইসলামসহ তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন। 

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

13m ago